স্বচক্ষে মদের নদী বইতে দেখলেন অনেকে, বাড়ির একতলা ডুবল মদে
মদের ফোয়ারা বলে একটি প্রচলিত শব্দ রয়েছে। কিন্তু মদের নদী, তাও কি সম্ভব? কিন্তু সেটাই চাক্ষুষ করলেন অনেকে। বাড়ির একতলা ডুবল মদে।
এমন কাণ্ড না কেউ কখনও দেখেছেন, না শুনেছেন। চোখে না দেখলে অনেকে বিশ্বাসও করতেননা। কিন্তু সেটাই হল। মদের নদী খরস্রোতা হয়ে নেমে এল পাহাড়ি পথ ধরে। প্রবল তার স্রোত। রাস্তার ধারে কয়েকটি বাড়ির একতলাতেও এই মদের স্রোত ঢুকে পড়েছে। সেসব বাড়ির একতলা মদে ভরে গেছে। সবটাই লাল রংয়ের মদ। যা রেড ওয়াইন নামে বিখ্যাত।
বহুমূল্য এই রেড ওয়াইনের নদীতে বয়ে গেছে ২২ লক্ষ লিটার মদ। ফলে অনুমেয় যে কি বিপুল পরিমাণ মদ পাহাড়ি পথ বেয়ে স্রোতে নেমেছে নিচের দিকে। স্থানীয় অনেকেই অবাক চোখে চেয়ে দেখেছেন মদের এই স্রোত।
স্থানীয় প্রশাসন অবশ্য অবাক হওয়ার চেয়ে ত্রস্ত হয়েছে বেশি। কারণ পাহাড়ি পথ বেয়ে এই মদের নদী যে নদীতে গিয়ে মিশছে সেই নদীর জল দূষিত হচ্ছে। তার বাস্তুতন্ত্রও প্রভাবিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে পর্তুগালের পাহাড়ি এলাকা লেভিরায়। সেখানে রেড ওয়াইন বোতলবন্দি করার জন্য একটি ডিস্টিলারি রয়েছে। সেখানে বোতলে ভরার জন্য একটি ট্যাঙ্কে ২২ লক্ষ লিটার রেড ওয়াইন জমা ছিল।
কোনও কারণে সেই ট্যাঙ্কটি ফেটে যায়। ফলে পুরো ২২ লক্ষ লিটার মদ বেরিয়ে পাহাড়ি রাস্তা ধরে বইতে থাকে। ফলে স্বচক্ষে রেড ওয়াইনের নদী দেখতে পেলেন স্থানীয়রা। অনেকে ছবিও তুলে ফেলেন এই মদের নদীর। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।