World

ভোর রাত থেকে সকাল পর্যন্ত পরপর ভূমিকম্প, মৃত ৮, ভাঙল বাড়ি

কতবার যে কম্পন অনুভূত হয়েছে স্থানীয় বাসিন্দারা তার সংখ্যা বলতে পারছেন না। এক এক জন এক একটা সংখ্যা বলছেন। আর এমন অগুন্তিবার কম্পন হওয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে সকলের মধ্যে। প্রথম কম্পনটা হয় স্থানীয় সময় শনিবার ভোর ৪টে ১৬ মিনিটে। তখন সকলে ঘুমে মগ্ন। ভোরের আলো ফোটেনি। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭। তারপর থেকে একটানা কিছুক্ষণ অন্তরই কেঁপে উঠেছে জমি। যা চলে সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত। তারপর থামলেও স্থানীয় বাসিন্দারা তো বটেই এমনকি নিশ্চিন্ত হতে পারছে না প্রশাসন। ফলে আবার কম্পনের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক করেছে তারা।

টানা যতগুলি কম্পন হয়েছে রিখটার স্কেল বলছে তার মাত্রা ছিল ৫.৪ থেকে ৫.৯-এর মধ্যে। অর্থাৎ এতবার কম্পন হলেও কম্পনের মাত্রা ছিল প্রায় এক। সাধারণত আফটার শকের মাত্রা কম হয়। কিন্তু এক্ষেত্রে যতবার কম্পন হয়েছে কম্পনের মাত্রার ফারাক খুব সামান্য। শনিবার এই ধারাবাহিক ভূমিকম্প ঘটেছে ফিলিপিন্সের উত্তর বাতানেস দ্বীপে। কম্পনের জেরে অনেকগুলি চার্চ ও বাড়ির ক্ষতি হয়েছে। অনেক জায়গা ধসে পড়েছে। কম্পনের জেরে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় প্রশাসনের তরফে বাসিন্দাদের বাড়ির মধ্যেই থাকতে বলা হয়েছে। ফিলিপিন্স প্যাসিফিক রিং অফ ফায়ার-এর ওপর অবস্থিত। ফলে এখানে ভূমিকম্প নতুন কিছু নয়। কিন্তু এদিনের ধারাবাহিক কম্পন স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে ওই এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। পরপর কম্পন হলেও কোনও সুনামি সতর্কতা জারি হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *