World

চার্চে জোড়া বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৭

রবিবারের সকাল। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় সকাল সওয়া ৮টা। খ্রিস্টধর্মাবলম্বীরা প্রতি রবিবারই প্রার্থনা করতে স্থানীয় চার্চে হাজির হন। এদিন ফিলিপিন্সের সুলু প্রদেশের জোলো ক্যাথিড্রালেও তেমনই ভিড় হয়েছিল। ঠিক সেই সময়েই আচমকা জোড়া বিস্ফোরণ ঘটে চার্চে। একটি চার্চের মধ্যে যেখানে সকলে প্রার্থনার জন্য উপস্থিত হয়েছিলেন। অন্যটি হয় চার্চের গেটের মুখে। ২টি বিস্ফোরণের তীব্রতাই ছিল ভয়ংকর। ২ ক্ষেত্রেই আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এত মানুষের মাঝে তীব্র বিস্ফোরণের ফল কী হতে পারে তা অনুমেয়। ২৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বহু মানুষের অঙ্গহানি হয়। রক্তাক্ত অবস্থায় আর্ত চিৎকার করতে থাকেন সকলে। গুরুতর আহত ৭৭ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চার্চে তখন রক্তগঙ্গা বইছে। চারদিকে শুধু রক্ত আর ধ্বংসের ছবি। পোড়া গন্ধে টেকা দায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সরকারের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে যারাই এই ঘটনার পিছনে জড়িত তাদের ধরে কড়া শাস্তি দেওয়া হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *