Business

অপরিশোধিত তেলের দামে রেকর্ড পতন, লাভবান হতে পারে ভারত

তেলের আউটপুট কাট নিয়ে রাশিয়া ও ওপেক দেশগুলির মধ্যে সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। তারপরই সৌদি আরব ও রাশিয়ার তেলের দাম নিয়ে লড়াই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ফেলে দিচ্ছিল। সোমবার তা রেকর্ড মাত্রা ছোঁয়। সোমবার দেখা যায় ৩০ শতাংশ পড়ে গেছে বিশ্ব বাজারে তেলের দাম। এদিন তেলের দাম বিশ্ববাজারে দাঁড়ায় ব্যারেল প্রতি ৩০ ডলার। কার্যত ১৯৯১ সালে গালফ ওয়ার-এর পর তেলের দাম বিশ্ব বাজারে এতটা পড়েনি।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এভাবে যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য সুদিন দেখছেন বিশেষজ্ঞেরা। এতে ভারতে যেভাবে তেলের দাম বেড়েছে তাতে অনেকটা স্বস্তি মিলবে বলেই মনে করছেন তাঁরা।

বিশ্ব বাজার থেকে অপরিশোধিত তেল যদি ভারতীয় তেল সংস্থাগুলি কম দামে কিনতে পারে তাহলে তাদের পক্ষে ভারতীয় বাজারে তেলের দাম কমানোও সম্ভব হবে। কারণ তেল সংস্থাগুলি দাম বাড়ানোর সময় কারণ হিসাবে সামনে রাখে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের উচ্চ মূল্য। এবার যদি তা কমে পায় তাহলে বাজারেও দাম কমার কথা।

এখন যা পরিস্থিতি তাতে মার্কেট শেয়ারের সিংহভাগ নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে সৌদি আরব। তারা তেলের উৎপাদন অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের লক্ষ্যই হয়ে দাঁড়িয়েছে পুরো বাজারে তেলের বন্য বইয়ে বাজারের বড় অংশ নিজেদের দখলে রাখা। আর তা করতে গিয়ে কম দামে বাজারে তেল ছাড়ছে তারা। যা গোটা বাজারটাকেই ফেলে দিচ্ছে। যার সুফল ভারত ঘরে তুলতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button