Business

১৬ দিন পর দাম কমল পেট্রোল-ডিজেলের, কতটা? জানলে রাগ হতে পারে

নেহাতই ভুল। তাই পেট্রোল ৫৯ পয়সা ও ডিজেল ৫৬ পয়সা নয়, দেশবাসীর জন্য বুধবার তেল সংস্থাগুলির তরফে উপহার পেট্রোল, ডিজেলের লিটার প্রতি দামে ১ পয়সার হ্রাস। তাও আবার একটানা ১৬ দিন দাম বাড়ার পর। বুধবার মধ্যরাত থেকে পেট্রোল ৫৯ পয়সা ও ডিজেল ৫৬ পয়সা কমানোর কথা জানায় তেল সংস্থাগুলি। যেমনভাবে তাঁরা প্রতিদিন তেলের দাম নির্ধারণ করে থাকে, সেভাবেই এদিন জানিয়ে দিয়েছিল এই মূল্য হ্রাসের কথা। তবু ভাল, ১৬ দিন পর কিছু তো কমল দাম। সেটা ভেবে যখন মানুষজন যৎসামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই বুধবার বেলার দিকে তেল সংস্থাগুলির তরফে জানিয়ে দেওয়া হয় ভুলবশত দাম কমানোর ঘোষণা ওয়েবসাইটে চলে গেছে। আদপে দাম কমেছে লিটারে ১ পয়সা। সেইমতই এদিন বিক্রি হয়েছে পেট্রোল, ডিজেল। এদিকে এই ১ পয়সা লিটারে কমানো নিয়ে কার্যত হাসাহাসি করছেন আমজনতা। ব্যঙ্গের সুরেই তাঁরা জানিয়েছেন, এই সুরাহাটুকু না দিলেও পারত তেল সংস্থাগুলি।

এদিকে বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। যার প্রভাব ভারতীয় বাজারে পড়তে পারে বলেই আশাবাদী অনেকে। তাই কয়েকদিনের মধ্যে ফের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম পড়বে বলেই মনে করছেন তাঁরা। প্রসঙ্গত কর্ণাটকে বিধানসভা নির্বাচন শেষ হতেই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। তারমধ্যেই কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যা পরিস্থিতি তাতে দাম এখনই কমার কোনও সম্ভাবনা নেই। ফলে অনেকেই ভেবে নিয়েছিলেন ভারতীয় বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়ানো রেকর্ড তৈরি হতে বেশিদিন নয়। অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি আমজনতার কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। কারণ ডিজেলের দাম বৃদ্ধি মানেই তো কাঁচা বাজার থেকে মাছ, ডিম সবকিছু দাম বাড়া। যা তাঁদের জন্য যথেষ্ট চিন্তার বৈকি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *