Business

৪ বছরে সর্বোচ্চ পেট্রোল, রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম


সোমবার কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭৬ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম ছিল ৬৭ টাকা ৩৮ পয়সা। দিল্লিতে যা রয়েছে যথাক্রমে ৭৩ টাকা ৮৩ পয়সা ও ৬৪ টাকা ৬৯ পয়সা। হিসাব বলছে সোমবার পেট্রোল, ডিজেল ভারতে যে দামে বিকিয়েছে তা একটা রেকর্ড এবং সাধারণ মানুষের জন্য অশনি সংকেত। এদিন পেট্রোলের দাম যেখানে দাঁড়িয়েছে অত দাম ৪ বছরে এই প্রথম। আর ডিজেলের দাম যেখানে পৌঁছেছে তা আজ পর্যন্ত কখনও ওঠেনি। এটাই রেকর্ড।


জ্বালানির দাম এভাবে বেড়ে যাওয়ায় দ্রুত কেন্দ্রকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। কারণ এভাবে যদি জ্বালানির দাম বাড়তে থাকে, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হুহু করে বাড়বে। যা আমজনতার দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করার জন্য যথেষ্ট। প্রসঙ্গত দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে ভারতেই পেট্রোল, ডিজেলের দাম সর্বাধিক।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *