World

বহুতলে আগুন, ঝলসে মৃত ৮

৮ তলা বাড়িতে মধ্যরাতে লেগে যায় আগুন। ক্রমশ তা ছড়িয়ে পড়ে। প্রায় গোটা বাড়িটাই আগুনের গ্রাসে চলে আসে। আগুনের জেরে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেন বাসিন্দারা। অন্যদিকে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের প্রাণ গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ৩০ জন আগুনে পুড়ে অথবা ধোঁয়া থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে। স্থানীয় সময় রাত ১টা নাগাদ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। সারা রাত চেষ্টার পর ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কুলিংয়ের কাজ চলাতে থাকেন দমকলকর্মীরা। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা বা কেউ দগ্ধ অবস্থায় পড়ে আছেন কিনা তাও খোঁজ করে দেখে দমকল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে এই ঘটনায় ১ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলা ওই বহুতলেরই বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, এই ঘটনা কোনও দুর্ঘটনা নাও হতে পারে। এটা কোনও অপরাধমূলক কাজের ফলও হতে পারে। তবে এর চেয়ে বেশি সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *