World

ভারতের ২ বায়ুসেনা পাইলটকে গ্রেফতারের দাবি করল পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছিল ভারতের ২টি যুদ্ধবিমান। সেগুলি চোখে পড়ার পর সেগুলিকে গুলি করে নামায় পাক বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরে ১টি বিমান এসে পড়ে। সেই বিমান থেকে ১ পাইলটকে গ্রেফতার করে পাক সেনাবাহিনী। অন্য এক ভারতীয় পাইলটকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বুধবার এমনই দাবি করল পাকিস্তানের সেনাবাহিনী। ২ পাইলটের মধ্যে গ্রেফতার হওয়া পাইলটের নাম জানিয়েছে তারা। তাদের দাবি ধৃত ভারতীয় পাইলটের নাম অভিনন্দন বর্তমান। তাঁর ছবিও পাকিস্তানের বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই হয়নি।

অভিনন্দনের বাবাও ছিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার মার্শাল। তিনি এখন অবসরপ্রাপ্ত। ২০০৪ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন অভিনন্দন। তিনি এসইউ-৩০ যুদ্ধবিমান চালাতেন। পাকিস্তান ২ ভারতীয় বায়ুসেনা পাইলটকে গ্রেফতারের দাবি জানালেও ভারতের তরফে এখনও এ খবরের বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে বুধবারই পাকিস্তানের ৩টি এফ-১৬ যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে বলে দাবি করেছে জম্মু কাশ্মীর পুলিশ। তবে ভারতীয় বায়ুসেনার তৎপরতায় সেগুলি দ্রুত পালায়। তবে ভারতীয় বায়ু সেনার গুলিতে ১টি এফ ১৬ পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *