World

আমায় প্রধানমন্ত্রী বানাতে হবে! মোবাইল টাওয়ারে উঠে আজব আবদার

মোবাইল টাওয়ারগুলো নেহাত কম উঁচু নয়। সকলের নজর এড়িয়ে সেই টাওয়ারেই চড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সেখানে উঠে শুরু হল তাঁর দাবি দাওয়া। দাবি না বলে আবদার বলাই ভাল। তবে টাওয়ার থেকে নামার শর্ত একটাই। তাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করে দিতে হবে। হাতে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে ওই ব্যক্তি দাবি করেন তিনি দেশের প্রধানমন্ত্রী হলে দেশের অর্থনৈতিক চেহারাই বদলে দেবেন। যত ঋণ আছে তা ৬ মাসের মধ্যে মিটিয়ে দেবেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এমন ঘটনায় তখন মোবাইল টাওয়ার ঘিরে বহু উৎসাহী মানুষ ভিড় জমিয়েছেন। এসেছে পুলিশ, দমকল। সকলেই তাঁকে টাওয়ার থেকে নেমে আসতে বলছেন। কিন্তু কে কার কথা শোনে! পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার রোখ চেপে গেছে তাঁর! পরে ওই ব্যক্তি শর্ত দেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খানকে এসে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তবে তিনি টাওয়ার ছেড়ে নিচে আসবেন। পরে অবশ্য পুলিশ ও দমকল তাঁকে ল্যাডার দিয়ে নিচে নামিয়ে আনে। তাঁকে আটক করে পুলিশ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *