Business

আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করলেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী গত মঙ্গলবারই ঘোষণা করেছিলেন। আর বুধবার বিকেলেই একগুচ্ছ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দেশের বিভিন্ন স্তরের মানুষের জন্য কেন্দ্র ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে। আর তার পরদিনই অর্থমন্ত্রী প্রথম দফায় সেই আর্থিক প্যাকেজের একগুচ্ছ ঘোষণা করলেন।

অর্থমন্ত্রী এটাও জানিয়েছেন সামনের কয়েক দিনে এই পুরো আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে। এদিন যে আর্থিক প্যাকেজ অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তার একটা অন্যতম ক্ষেত্র এমএসএমই সেক্টর। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প। এদিন অর্থমন্ত্রী দেশের এমএসএমই সেক্টরের সংজ্ঞাও কিছুটা বদলে দিয়েছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশের এমএসএমই গুলির জন্য ৩ লক্ষ কোটি টাকা লোনের জন্য বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এতে দেশের ৪৫ লক্ষ এমন ব্যবসা লাভবান হবে বলে মনে করা হচ্ছে। ঋণের প্রথম বছর সুদ দিতে হবে না। খুব খারাপ অবস্থায় থাকা ছোট শিল্পগুলিকে ২০ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হবে।

এছাড়া ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি টেন্ডার বিদেশি সংস্থাকে দেওয়া হবে না। এই সুযোগ একমাত্র দেশীয় সংস্থার হাতেই থাকবে। প্রধানমন্ত্রী গত মঙ্গলবার দেশীয় প্রযুক্তি ও উৎপাদনে জোর দেন। তাঁর লোকাল-ভোকাল তত্ত্ব এদিন প্রভাব ফেলেছে অর্থমন্ত্রীর ঘোষণায়।

আয়কর রিটার্নের সময়সীমা এদিন বর্ধিত করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যা বহু মানুষকে অনেকটা নিশ্চিন্ত করেছে। আয়কর রিটার্নের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানোর কথা এদিন ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।

এদিকে দেশের ডিসকম সংস্থাগুলি যাতে তাদের পড়ে থাকা বকেয়া অর্থ মিটিয়ে দিতে পারে সেজন্য তাদের জন্য ৯০ হাজার কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়া কেন্দ্রীয় সরকারি কনট্রাকটরদের ৬ মাস পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *