Kolkata

বিমানে বসে ‘জঙ্গি’, ‘ধ্বংস’-এর মত শব্দের ব্যবহার, গ্রেফতার কলকাতার যুবক

কলকাতা থেকে মুম্বই উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল জেট এয়ারওয়েজের বিমানটি। যাত্রীরা সকলেই তখন নিজের নিজের সিটে বসে পড়েছেন। সেই সময়ে এক যাত্রী উঠে গিয়ে বিমানকর্মীদের কাছে অভিযোগ করেন যে বিমানে তাঁর পাশে যে যুবক বসে আছেন তিনি ফোনে জঙ্গি বা ধ্বংসের মত শব্দ ব্যবহার করছেন। এদিন ছিল মুম্বই হামলার দশম বর্ষ পূর্তি। সেকথা মাথায় রেখে এদিন বাড়তি সতর্কতা ছিল দেশের সব বিমানবন্দরে। সেখানে বিমানে বসে এমন শব্দের প্রয়োগকে হাল্কাভাবে নিতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান ওড়ার আগেই যোগবেদান্ত পোদ্দার নামে ওই যুবককে গ্রেফতার করে সিআইএসএফ। তাঁকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

পরে ওই যুবককে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। তাদের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। যদিও ছেলে তাঁর বন্ধুদের সঙ্গে নেহাতই মজা করার জন্য এসব শব্দ প্রয়োগ করেন বলে দাবি করেছেন গ্রেফতার হওয়া যুবকের বাবা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button