Kolkata

মেট্রো রেলের ইতিহাসে সোনায় লেখা অধ্যায় গড়তে চলেছে ১৫ মার্চ

মেট্রো রেলের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসাবে চিহ্নিত হতে চলেছে আগামী ১৫ মার্চ তারিখটি। অবশ্যই যার সঙ্গে জুড়ে যাচ্ছে মহানগরীর নাম।

৪০ বছর আগে ভারত মেট্রো রেল দেখেছিল কলকাতায়। কলকাতায় চালু হয় দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা। সে সময় মেট্রো রেল কেমন হয়, তাতে চড়তে কেমন লাগে তা দেখতেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হতেন কলকাতায়। এখন অবশ্য দেশের বিভিন্ন শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয়েছে।

কিন্তু ৪০ বছর পরও ফের সেই মেট্রো পরিষেবার ক্ষেত্রেই আরেক নতুন ইতিহাস রচনা করে কলকাতা। যে ইতিহাসের সাক্ষী হন স্বয়ং প্রধানমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত ৬ মার্চ ভারতের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু করেন তিনি। গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোয় চড়ে গঙ্গার তলা দিয়ে ভ্রমণও করেন প্রধানমন্ত্রী।

সেদিন উদ্বোধন হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়নি সাধারণ মানুষের গঙ্গার তলা দিয়ে মেট্রো সফর। সেই যাত্রা শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে।

১৫ মার্চ থেকে সাধারণের জন্য চালু হচ্ছে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা। ভারতীয় রেলের ইতিহাসে যা এক নতুন সোনায় লেখা অধ্যায় যুক্ত করতে চলেছে।

আমজনতাও মুখিয়ে আছেন গঙ্গার তলা দিয়ে মেট্রোয় একবার অন্তত চড়ে যাত্রার জন্য। সেই ইচ্ছা পূরণ হতে চলেছে আগামী ১৫ মার্চ থেকে। শুধু মেট্রো পরিষেবা বলেই নয়, ভারতে এটাই প্রথম জলের তলা দিয়ে যে কোনও ধরনের রেলযাত্রা।

এসপ্ল্যানেড ও হাওড়ার মধ্যে মেট্রো পরিষেবা ১৫ মার্চ থেকে চালু হবে। সকাল ৭টায় চালু হবে ২টি স্টেশন থেকে বিপরীত মুখে যাত্রা। ২ স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত পৌনে ১০টায়। মাঝে ১২ থেকে ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *