Kolkata

ডিজি রাজীব কুমারকে সরিয়ে নতুন ডিজি বেছে নিল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নতুন ডিজি হচ্ছেন কে তাও জানা গেল।

ভোটের কোনও কাজে রাজীব কুমার আর থাকতে পারবেননা। তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিল কমিশন। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ পাঠায় নির্বাচন কমিশন।

এর আগেও রাজীব কুমারকে ভোটের সময় সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরানোর পর রাজ্যসরকারকে ৩ জন সিনিয়র আইপিএস-এর নাম ওই পদের জন্য পাঠানোর জন্যও বলে কমিশন। যাঁদের থেকে ১ জনকে ডিজি পদে বেছে নেবে তারা।

বিকেল ৫টার মধ্যে ৩টি নাম পাঠানোর সময়সীমা ধার্য হয়েছিল। তার আগেই ৩টি নাম রাজ্যের তরফে পাঠানো হয়। তার থেকে বিবেক সহায়কে রাজ্যের নতুন ডিজি হিসাবে বেছে নিল জাতীয় নির্বাচন কমিশন।

আপাতত তিনিই রাজ্য পুলিশের ডিজি পদ সামলাবেন। এটাও পরিস্কার হয়ে গেল যে রাজ্যে ভোট হবে বিবেক সহায়ের তত্ত্বাবধানে।


এদিন গুজরাট, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদেরও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের সময় আধিকারিক বদল নতুন কিছু নয়। কমিশন মনে করলে এই পদক্ষেপ করতে পারে। তবে ভোট শেষ হয়ে গেলে যাঁদের যে পদ থেকে সরানো হয়েছিল রাজ্যসরকার চাইলে তাঁদের সেই পদেই ফেরত আনতে পারে। আর তেমন পুনর্বহালের উদাহরণ অনেক রয়েছে এদেশে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button