World

জেলে নওয়াজ, পাবেন টিভি, সঙ্গে থাকবে সাহায্যের জন্য লোক

রাওয়ালপিন্ডির একটি সংশোধনাগার থেকে মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়ে যাওয়া হল লাহোরের কোট লাখপত সংশোধনাগারে। এখানেই আগামী ৭ বছর হাজতবাসের সাজা কাটাবেন তিনি। ৬৮ বছরের নওয়াজকে সংশোধনাগারে বি-ক্লাস ঘর দেওয়া হয়েছে। যেখানে তিনি একটি টিভি, একটি বিছানা, কম্বল, হিটার, টেবিল ও একটি চেয়ার পাবেন। এছাড়া তাঁর সাহায্যের জন্য একজন সাহায্যকারী পাবেন নওয়াজ শরিফ। বাড়ির খাবার আনানোর অনুমতিও পেয়েছেন তিনি।

গত সোমবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত। আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় তাঁর এই কারাদণ্ডের নির্দেশ। সোমবার আদালত রায়দানের পরই পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রধান নওয়াজ শরিফকে হেফাজতে নেয় পুলিশ। শুধু ৭ বছরের কারাদণ্ডই নয়, আদালত নওয়াজ শরিফকে ১৫০ কোটি টাকা জরিমানাও করেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *