Kolkata
বন্দরে মমতার পদযাত্রায় জনজোয়ার
শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল দিয়েই এবারের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন ফিরহাদ হাকিমের বন্দর এলাকায় পদযাত্রা করলেন তিনি। ভোটের প্রচারে পদযাত্রা শুরু হয় মোমিনপুর থেকে।
মিছিল শুরুর পর থেকেই ক্রমশ ভিড় উপচে পড়েত থাকে। এক সময়ে জনজোয়ারের চেহারা নেয় পদযাত্রা। পুরোভাগে ছিলেন মমতা। হাঁটতে হাঁটতেই আশপাশের লোকজনের কথা বলেন তৃণমূলনেত্রী। শুভেচ্ছা বিনিময় করেন। মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত এই মিছিলে পা মেলান শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূলের বহু নেতা। মিছিলের জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল।