Kolkata

সেপ্টেম্বরেও রাজ্যে লকডাউন হবে, দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

অগাস্টের মত সেপ্টেম্বরেও রাজ্যে সরকার কৌশলগত লকডাউনের পথে হাঁটল। সেপ্টেম্বরের কবে কবে লকডাউন তাও এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : অগাস্টের এখনও ২ দিন লকডাউন বাকি। একটা বৃহস্পতিবার। অন্যটা হবে অগাস্টের শেষ দিন ৩১ তারিখ সোমবার। অগাস্ট জুড়ে ৭ দিন লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। করোনা চেন ভাঙতে এই কৌশলগত লকডাউনের পথে রাজ্য সরকার অগাস্টেই প্রথম হাঁটে। যা আনলক পর্বে রাজ্যে সরকারের একটা নতুন পদক্ষেপ ছিল। অগাস্টে লকডাউনের দিনগুলো এখনও পর্যন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে। পুলিশ প্রশাসন ছিল যথেষ্ট কড়া।

অগাস্টের ৭ দিন লকডাউনের পর অনেকেই ভাবতে শুরু করেছিলেন আনলক ৪ পর্বে অর্থাৎ সেপ্টেম্বরে হয়তো আর কোনও লকডাউনের পথে রাজ্য সরকার হাঁটবে না। অনেকের মনে প্রশ্নও ছিল যে লকডাউন কি অগাস্টের মত সেপ্টেম্বরেও হবে? বুধবার সবকিছু পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি এদিন স্পষ্ট করে দেন সেপ্টেম্বরেও লকডাউন হবে। লকডাউন কবে কবে হবে তাও স্পষ্ট করে দেন তিনি। তবে পুরো সেপ্টেম্বরের কথা তিনি বলেননি। আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন সূচি ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী ২০ সেপ্টেম্বরের মধ্যে ৭, ১১ এবং ১২ তারিখ লকডাউন ঘোষণা করেন। ওই দিনগুলোয় রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। সেপ্টেম্বরের ৭ তারিখ পরেছে সোমবার। ১১ তারিখ পড়েছে পরেছে শুক্রবার। ১২ শনিবার। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এই লকডাউন অনুষ্ঠিত হবে। ফলে দ্বিতীয় সপ্তাহে ৩ দিন লকডাউন থাকবে। সঙ্গে রবিবার। ফলে সব মিলিয়ে ৪ দিন কোনও কাজ হবে না এ রাজ্যে। কর্ম দিবস পাওয়া যাচ্ছে ওই সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।

মুখ্যমন্ত্রী এদিন জানান আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন সূচি জানানো হল। তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ প্রয়োজনে সেপ্টেম্বরে আরও লকডাউন হতেই পারে বলে জানানো হয়েছে। অবশ্য এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এমন প্রশ্নও উঠেছে যে অগাস্টে লকডাউনের দিনক্ষণ বারবার পরিবর্তন করা হয়েছে। তারই পুনরাবৃত্তি সেপ্টেম্বরেও ঘটবে না তো? কারণ লকডাউন কবে কবে রয়েছে তা মাথায় রেখেই অনেকে নিজের কাজ সাজান। আবার দিন পরিবর্তন হলে তা নতুন করে সাজাতে হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *