Entertainment

কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিল বিএমসি

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই পুরসভা। কঙ্গনা ট্যুইট করে বললেন ওই অফিস তাঁর কাছে রাম মন্দিরের মত।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের প্রধান শিবসেনার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের লড়াই চলছে। এরমধ্যেই কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলে দাবি করে শিবসেনা সহ অনেকের বিরাগভাজন হয়েছেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রকাশ্যে তাঁকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছেন। তারপরই আচমকা তাঁর বান্দ্রার অফিস ও বাংলোতে হানা দেন বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। প্রসঙ্গত বৃহন্মুম্বই পুরসভা শিবসেনারই দখলে রয়েছে।

বুধবার সেখানে বুলডোজার, জেসিবি মেশিন সহ হাজির হন পুরসভার আধিকারিকরা। কঙ্গনার অফিস মণিকর্ণিকা ফিল্মস-এ বেশ কিছু বেআইনি নির্মাণ হয়েছে বলে দাবি করেন তাঁরা। পুরসভার তরফে জানানো হয় ২টি বাংলোকে বেআইনিভাবে জোড়া লাগানো হয়েছে। তাছাড়া একতলার একটি টয়লেটকে অফিস কেবিন করে ফেলা হয়েছে, একটি স্টোররুমকে রান্নাঘর বানিয়ে ফেলা হয়েছে, একতলায় একটি খাবার ঘর বানানো হয়েছে, যা বেআইনি, স্টোর রুম ও পার্কিং এরিয়ার কাছেই টয়লেট বানানো হয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বৃহন্মুম্বই পুরসভা আরও জানিয়েছে একতলার একটি ঘরে পার্টিশন দেওয়া হয়েছে, পুজোর ঘরে একটি মিটিং রুম বানানো হয়েছে, একতলা বাড়ানো হয়েছে, বারান্দায় থাকার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বেআইনি কাজ হয়েছে বলে দাবি করেছে পুরসভা। পুরসভার তরফে এও জানানো হয়েছে এজন্য কঙ্গনাকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত হাজতবাস করতে হতে পারে। সঙ্গে জরিমানা।

কঙ্গনা তখনও মুম্বই পৌঁছননি। তার আগেই তিনি ট্যুইট করে তাঁর অফিস ভাঙার ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন তাঁর অফিস তাঁর কাছে রাম মন্দিরের মতন। তা ভেঙে দিলেও ওই রাম মন্দির ফের তৈরি হবে। কঙ্গনার অফিস ভাঙার পিছনে শিবসেনার সঙ্গে কঙ্গনার সম্পর্কের অবনতি দায়ী বলে মনে করছেন অনেকে।

এদিকে কেন্দ্রের তরফে কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। যাতে তাঁর ওপর কোনও হামলার ঘটনা না ঘটে। এদিকে এদিন তাঁর অফিস ভাঙার পর কঙ্গনা ফের মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। কটাক্ষের সুরে জানিয়েছেন তাঁর অফিসে হামলা চালিয়েছে ‘বাবর বাহিনী’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *