World

কাজপাগলদের টানা ১০ দিনের ছুটি

কাজপাগল হিসাবে তাঁদের নাম সকলের জানা। জাপানিরা কাজের বাইরে কিছু বোঝেনা। অতিরিক্ত কাজ করতে গিয়ে প্রতি বছর জাপানে প্রাণও হারান বেশ কয়েকজন। তবু কাজপাগল চরিত্র বদলায় না। সেই জাপানিদের এবার টানা ১০ দিনের ছুটি। এক বিশাল অবসর। এমনটা সচরাচর হয়না।

প্রতি বছর এই সময়ে পালিত হয় গোল্ডেন উইক। জাপানে গোল্ডেন উইকের জন্য খুব বেশি হলে ১ সপ্তাহ ছুটি থাকে। প্রতি বছরই তা থাকে। কিন্তু এবার অন্য ছুটি ছাটা মিলিয়ে ছুটি গিয়ে দাঁড়িয়েছে ১০ দিনে। অনেকেই তাই বুঝে উঠতে পারছেন না এতদিন কাজ ছাড়া তাঁরা থাকবেন কী করে!

২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত টানা ছুটি থাকছে জাপানে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-কাছারি, ব্যবসা, ব্যাঙ্ক, স্টক এক্সচেঞ্জ, এমনকি হাসপাতালও। শুধু ঘোরার জায়গাগুলোতে তিল ধারণের জায়গা থাকছে না। পরিবারের সঙ্গে সময়টাও কাজের জন্য কাটাতে পারেননা জাপানিরা। ফলে এমন ঐতিহাসিক ১০ দিনের ছুটিটা পরিবার, বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করতে চাইছেন অধিকাংশ জাপানি।

তবে কিছু মানুষের এর মধ্যেও মন খারাপ। বুঝে উঠতে পারছেন না এই দীর্ঘ অবসরে তাঁরা কী করবেন! জাপানে অবশ্য অতিরিক্ত কাজের জন্য মানুষের অসুস্থতা, মৃত্যু ঠেকাতে আইন তৈরি হয়েছে। জাপানের শ্রম মন্ত্রকের তৈরি আইন অনুযায়ী একজন মাসে ৪৫ ঘণ্টার বেশি ওভারটাইম করতে পারবেননা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button