World

সুনামি, ভূমিকম্পের পর এবার ধস কাড়ল ৯টি প্রাণ

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছেনা ইন্দোনেশিয়া। সুনামি, ভূমিকম্পের পর এবার ধস কেড়ে নিল ৯টি প্রাণ। এখনও বাড়ির পর বাড়ি ধ্বংসস্তূপের নিচে। ফলে মৃতের সংখ্যা বাড়তেই পারে। গত সোমবার রাতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পাহাড়ি এলাকায় ধস নামে। বিশাল ধস নেমে আসে পাহাড়ের ঢাল বেয়ে। প্রায় ৩০টি বাড়ি ধসের নিচে চাপা পড়ে যায়। মৃত্যু হয় ৯ জনের। এখনও পর্যন্ত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

নববর্ষকে বরণ করার মুহুর্তে জাভা দ্বীপে চলছিল বৃষ্টি। তার জেরেই ধস নামে বলে মনে করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে কাদা ধসের তলায় আটকা পড়ে একের পর এক বাড়ি ও মানুষজন। মঙ্গলবারও সেখানে বৃষ্টি চলায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারীদের। প্রসঙ্গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টি হয়। এসময়ে সেখানে বন্যা, ভূমিধ্বসে জনজীবন ব্যাহত হয়। এদিনের ধসও সেই বৃষ্টিরই ফল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *