World

সুনামির তাণ্ডবে মৃত ২২২, সাহায্যের হাত বাড়াল ইউরোপ

ভয়ংকর সুনামির জেরে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। প্রতি মুহুর্তেই বদলে যাচ্ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ২২২ ছাড়িয়েছে। শনিবার রাতে হওয়া সুনামির জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার রাত সাড়ে ৯টায় ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেটের কাছে আছড়ে পড়ে সুনামি। সুনামি যে আসছে তার কোনও আগাম সতর্কতা নাকি ছিলনা। ফলে তা ক্ষতি করেছে অনেক বেশি। আগে থেকে খবর থাকলে মৃতের সংখ্যা হয়তো কিছুটা কমত।

মনে করা হচ্ছে এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি জেগে ওঠায় সমুদ্রের তলায় ধস নামে। তার জেরে সুনামি হয়। তবে এটা খতিয়ে দেখা হচ্ছে এই সুনামির কারণ আগ্নেয়গিরির জেগে ওঠা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। সবচেয়ে বড় আতঙ্ক হল এখনও স্থানীয়রা অনেকে দ্বিতীয় সুনামি হতে পারে বলে ভয় পাচ্ছেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এদিকে ইন্দোনেশিয়ার এই পরিস্থিতিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সমবেদনা সহ সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছে ইইউ। এখন ইন্দোনেশিয়া রাজি হলে ইইউ উদ্ধারকাজে এগিয়ে আসতে পারে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *