Sports
জনশূন্য ইডেনে অনুশীলন করল পাক দল

ফাঁকা ইডেনে অনুশীলন করল পাক দল। নিরাপত্তা নিয়ে প্রবল টানাপোড়নের পর ভারতে এসেছে পাক ক্রিকেট দল। সুরক্ষা নিয়ে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফে যথেষ্ট আশ্বাস পাওয়ার পরই তাদের ভারতে আসার ছাড়পত্র দেয় পাক সরকার।
তাই কলকাতায় তাদের কার্যত নিরাপত্তার ঘেরাটোপেই রাখা হচ্ছে। এদিন ইডেনে আফ্রিদিদের অনুশীলনের সময় কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। মাঠের ভেতরে ও বাইরে ছিল কড়া সুরক্ষা বন্দোবস্ত। মাঠের ভিতের কমান্ডো মোতায়েন করা হয়। অনুশীলন চলাকালীন মাঠের নিরাপত্তা বন্দোবস্ত খতিয়ে দেখতে হাজির হন কলকাতা পুলিশের বড়কর্তারা।