World

আমেরিকায় কর্মরত ভারতীয়দের জন্য স্বস্তি, এইচ-ওয়ানবি ভিসা প্রস্তাব থেকে সরল ট্রাম্প প্রশাসন

এইচ-ওয়ানবি ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের অনড় মনোভাব ভাবিয়ে তুলেছিল আমেরিকায় কর্মরত লক্ষ লক্ষ ভারতীয়কে। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাব লাগু হলে ৬ বছরের বেশি সে দেশে আর কাজ করার অনুমতি পেতেন না ভারতীয়রা। ফিরতে হত দেশে। ফলে আমেরিকায় থেকে কাজ করার সুযোগ হারাতে হত তাঁদের। যা পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে কয়েক লক্ষ ভারতীয়কে ফিরে আসতে হত দেশে।

তবে সব চিন্তার ভাঁজ মুছে দিয়ে এদিন ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে এইচ-ওয়ানবি ভিসা প্রস্তাব থেকে তারা সরে আসছে। এই খবর শোনার পরই হাঁফ ছেড়ে বেঁচেছেন মাকিন মুলুকে কর্মরত ভারতীয়রা। কারণ অনেকেই সেখানে পরিবার নিয়ে থেকে কাজ চালিয়ে যেতে চান। সংস্থাগুলিও ভারতীয়দের কাজের মেয়াদ বৃদ্ধি করে দেয়। এইচ-ওয়ানবি ভিসা প্রস্তাব লাগু হলে তাঁদের সেই সুযোগ থেকে বঞ্চিত হতে হত। দেশে ফিরতে হত। নতুন যাঁরা যেতে চাইছেন তাঁরাও আগামী দিনে সমস্যায় পড়তেন। আপাতত সেই শঙ্কার মেঘ কাটল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *