Mythology

গুরু পূর্ণিমায় পুজোর আবশ্যিক উপকরণগুলি

গুরু পূর্ণিমায় পুজোর আবশ্যিক উপকরণগুলি।

গুরু পূর্ণিমার দিন গুরুকে পুজো করতে হয়। তারজন্য দরকার পুজোর উপকরণ। ঈশ্বরের আরাধনা আর গুরু পুজোয় কিন্তু তেমন কোনও ফারাক নেই। যেমনভাবে দেবতার পুজো হয় তেমনভাবেই গুরুর পুজো হয়। যে শিষ্য যেখানেই থাকুন না কেন গুরুর মূর্তি বা ছবিকে পুজো করা হয়।

গুরু পুজো করতে মনকে ফুল কল্পনা করে নিবেদন করতে হবে গুরুর পদযুগলে। তবে এতো বাহ্যিক পুজো নয়। লৌকিক দৃষ্টিতে ফল, ফুল, মিষ্টি, অন্নভোগ ইত্যাদি সহকারে গুরুর সেবা করা হয়। এটাই পুজো। অনেকে স্বকণ্ঠে গুরুর গান, ভজন করে থাকেন। ফুলে ফুলে সাজানো হয় গুরুর ছবি বা মূর্তি।

Show More

Sibsankar Bharati

স্বাধীন পেশায় লেখক জ্যোতিষী। ১৯৫১ সালে কলকাতায় জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। একুশ বছর বয়েস থেকে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পত্রিকায় স্থান পেয়েছে জ্যোতিষের প্রশ্নোত্তর বিভাগ, ছোট গল্প, রম্যরচনা, প্রবন্ধ, ভিন্নস্বাদের ফিচার। আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দলোক, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, সুখী গৃহকোণ, সকালবেলা সাপ্তাহিকী, নবকল্লোল, শুকতারা, দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিবেদন 'আমার সময়' সহ অসংখ্য পত্রিকায় স্থান পেয়েছে অজস্র ভ্রমণকাহিনি, গবেষণাধর্মী মনোজ্ঞ রচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button