National

সমালোচনার মুখে ইপিএফে কর প্রত্যাহার করল কেন্দ্র

Arun Jaitleyদেশ জোড়া আলোড়নের জেরে ইপিএফের ওপর কর চাপানোর সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল কেন্দ্র। সংসদে মঙ্গলবার ইপিএফের ওপর করের বোঝা প্রত্যাহারের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজেটে ইপিএফের টাকা তুলতে গেলে তার ৬০ শতাংশের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী।

এ নিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে এই সমালোচনার প্রভাব পড়তে পারে বলে মনে করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। বেগতিক বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ইপিএফে কর চাপানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলিকে নির্দেশ দেন।

সব দিক বিবেচনা করে ইপিএফের ওপর থেকে করের বোঝা সম্পূর্ণ লাঘব না করে কিছুটা কমানোর ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকেও তাঁকে সরতে হল। ইপিএফের ওপর কর প্রস্তাব এদিন সম্পূর্ণ প্রত্যাহার করে নেন তিনি। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। ইপিএফের ওপর কর প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসই প্রথম সোচ্চার হয়েছিল বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *