National

এক গুরুত্বপূর্ণ বন্ধুকে হারালাম, শোকার্ত প্রধানমন্ত্রী

অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে ট্যুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি লেখেন, অরুণ জেটলি ছিলেন একজন অসাধারণ আইনজীবী, একজন অভিজ্ঞ সাংসদ এবং বিশিষ্ট মন্ত্রী। দেশ গড়ে তোলায় তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর মৃত্যু দেশে বুদ্ধিজীবী ইকো সিস্টেমের একটা বড় ক্ষতি। দেশবাসীর ক্ষতি হল। প্রসঙ্গত অরুণ জেটলি এইমসে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রীও অরুণ জেটলির মৃত্যুতে শোক ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী জানান, অরুণ জেটলি ছিলেন তাঁর এক গুরুত্বপূর্ণ বন্ধু। সেই বন্ধুকে হারালেন তিনি। হারাল বিজেপিও। বিজেপির সঙ্গে অরুণ জেটলির বন্ধন ছিল আজীবনের। একজন নির্ভীক ছাত্রনেতা থেকে জীবন শুরু করেন অরুণ জেটলি। দলের মতাদর্শ খুব সহজে সকলের কাছে পৌঁছে দিতে পারতেন। অরুণ জেটলিকে রাজনৈতিক মহীরুহ বলেও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। পরপর ট্যুইটে তিনি লেখেন, এমন একজন বুদ্ধিজীবীর প্রয়াণ বড় ক্ষতি। অরুণ জেটলির স্ত্রী সঙ্গীতা ও পুত্র রোহনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত এখন প্রধানমন্ত্রী ভারতে নেই। তিনি ৩ দেশের সফরে বর্তমান রয়েছেন আবুধাবি-তে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অরুণ জেটলির মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। অরুণ জেটলি ছিলেন একজন জ্ঞানী ও বুদ্ধিমান নেতা। অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। তিনি বলেন, অরুণ জেটলির মৃত্যুতে তিনি শোকাহত। কথা বলার কোনও ভাষা নেই। অরুণ জেটলির সঙ্গে তাঁর শুধু রাজনৈতিক সম্পর্কই ছিলনা। তাঁর ও অরুণ জেটলির পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, অরুণ জেটলি ছিলেন একজন খুব ভাল মেন্টর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *