National

কাজে ফিরলেন অরুণ জেটলি

শুক্রবার ফের অর্থমন্ত্রীর দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি। ফিরে পেলেন বাণিজ্য বিষয়ক মন্ত্রকও। অসুস্থ হয়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ায় তাঁর দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার সেই দায়িত্ব ফের হাতে নিলেন অরুণ জেটলি। অবশ্যই প্রোটোকল মেনে। প্রধানমন্ত্রীকে এই অবস্থায় রাষ্ট্রপতির কাছে ফের অরুণ জেটলিকে ২টি মন্ত্রকের দায়িত্বে ফেরানোর আর্জি জানাতে হয়। সেই আর্জি রাষ্ট্রপতি গ্রহণ করলে তারপর পদে ফের অধিষ্ঠিত হতে পারেন মন্ত্রী। সেইমতই সবকিছু হয়। শুক্রবার প্রোটোকল মেনেই মন্ত্রকের দায়িত্বে ফিরলেন অরুণ জেটলি।

অসুস্থতার কারণে বাজেট পেশ করতে পারেননি অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি তখন চিকিৎসার জন্য মার্কিন মুলুকে। ফলে তাঁর জায়গায় অর্থমন্ত্রকের অন্তর্বর্তী অর্থমন্ত্রী হিসাবে পীযূষ গোয়েল বাজেট পেশ করেন গত পয়লা ফেব্রুয়ারি। তারপর কবে জেটলি ফিরবেন তা পরিস্কার করে জানা যাচ্ছিল না। তবে এদিন ৬৬ বছরের জেটলি ফের মন্ত্রকের দায়িত্বে ফিরলেন।

এদিন দায়িত্ব নেওয়ার পর জেটলির সামনে এখন সর্বপ্রথম বড় কাজ হতে চলেছে সামনের সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস-এর সামনে বাজেটের খুঁটিনাটি তুলে ধরা।

Narendra Modi
সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *