National

আমায় আর মন্ত্রিসভায় রাখবেন না, অনুরোধ অরুণ জেটলির

তাঁকে যেন নতুন মন্ত্রিসভায় না রাখা হয়, সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি পরিস্কার জানিয়েছেন তাঁর শরীর ভাল নয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে চলতে হবে। আগামী দিনে তিনি তাঁর অসুখের চিকিৎসা ও স্বাস্থ্যে বিশেষ জোর দিতে চান। তাই কোনও দায়িত্ব গ্রহণ থেকে তিনি অব্যাহতি চাইছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন তা অবশ্য এখনও সামনে আসেনি।

অরুণ জেটলি অর্থমন্ত্রী থাকাকালীনই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বিদেশে পাড়ি দিতে হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাও চলে তাঁর। সে সময়ে তাঁর মন্ত্রক সামলান পীযূষ গোয়েল। ফলে অরুণ জেটলি যে গুরুতর অসুস্থ তা সকলেরই জানা। এই অবস্থায় তিনি যেভাবে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় যুক্ত না হাওয়ার আর্জি জানালেন তাতে আগামী দিনে তাঁকে আর মন্ত্রী পদ দেওয়ার জন্য পীড়াপীড়ির হয়ত আর জায়গা রইল না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২০১৪ সালে অরুণ জেটলি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। তবু তাঁকে রাজ্যসভায় নিয়ে এসে অর্থমন্ত্রী করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হিসাবেই তিনি পরিচিত ছিলেন। এবার অবশ্য ভোটেও প্রার্থী হননি অরুণ জেটলি। তবু তাঁকে রাজ্যসভা থেকে নিয়ে এসে এবারও মন্ত্রী করা যেত। কিন্তু সে রাস্তা জেটলি নিজেই আর্জি জানিয়ে বন্ধ করে দিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *