World

গির্জার সামনে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, মৃত ১


মিশরে খ্রিস্টধর্মাবলম্বীদের একটি শাখা কপ্টদের বাস। উত্তর পূর্ব আফ্রিকার এই মানুষগুলো অনেক কাল আগেই মিশরে বসবাস শুরু করেন। তাঁরা যে গির্জায় প্রার্থনা করেন সেই গির্জাগুলিকে বলা হয় কপটিক চার্চ। এমনই একটি কপটিক চার্চের সামনে রাখা ছিল একটি বোমা। ব্যাগের মধ্যে করে বোমাটি রেখে যাওয়া হয়। তা ফাটার আগেই নজরে আসে। ঘটনাস্থলে হাজির হয় বম্ব স্কোয়াড। ২ আধিকারিক বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন। আর ঠিক তখনই বিকট শব্দে ফাটে বোমাটি। আহত হন ২ আধিকারিক। যার মধ্যে ১ জনের মৃত্যু হয়।


ঘটনাটি ঘটেছে মিশরের কায়রোর কাছে নাসর শহরে। এখনও কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা এই ঘটনার পিছনে ইসলামিক সন্ত্রাসবাদী কোনও গোষ্ঠীর হাত রয়েছে।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *