World

পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত, সাধারণ মানুষ চাইলেও তার দেখা পাবেন না, কারণটা অদ্ভুত

পৃথিবীতে জলপ্রপাত বললেই মানুষের চোখের সামনে ফুটে ওঠে নায়াগ্রা, অ্যাঞ্জেল বা ভিক্টোরিয়ার ছবি। কিন্তু এদের চেয়ে অনেক বড় জলপ্রপাত রয়েছে এই পৃথিবীতেই। যাকে চোখে দেখা যায়না।

সাধারণত বিশ্বের দীর্ঘতম বা বৃহত্তম যে কোনও জলপ্রপাতই দর্শনীয়। কিন্তু এমনও এক জলপ্রপাত রয়েছে যা লোকচক্ষুর অন্তরালে থেকেও বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হিসাবে পরিচিত। এটি জলের গভীরে অবস্থিত এবং পৃথিবীর যেকোনও জলপ্রপাতের চেয়ে অনেক বড়।

আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মাঝে অবস্থিত এই জলপ্রপাতটিকে বলা হয় আন্ডারওয়াটার জায়ান্ট বা জলের তলার দৈত্য। এর ঠান্ডা ও ঘন জলের বিশাল স্রোত সমুদ্রের তলদেশ বরাবর নিচে নেমে আসে। জলপ্রপাতটির জল ১১ হাজার ৫০০ ফুট নিচে গিয়ে পড়ছে। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের যা ৩ গুণ।

এই বিশাল জলপ্রপাতটি প্রস্থে ৪৮০ কিলোমিটার বিস্তৃত। সবচেয়ে অদ্ভুত বিষয় হল নিমজ্জিত হওয়া সত্ত্বেও এর জল স্বাভাবিকভাবেই উপর থেকে নিচে পড়ে।

গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যে আর্কটিক মহাসাগরের নিচে লুকিয়ে থাকা এই জলপ্রপাতের নাম ডেনমার্ক স্ট্রেট ক্যাটারাক্ট। এটি জলপ্রপাত সম্পর্কে প্রচলিত ধারনাকে অস্বীকার করে। কারণ অ্যাঞ্জেল, ভিক্টোরিয়া বা নায়াগ্রা জলপ্রপাতের মতো একে খালি চোখে দেখা যায়না।

জলপ্রপাতটি সমুদ্রের গভীরে ডুবে থাকে। ফলে সাধারণ মানুষের কাছে এটি অদৃশ্য। তবে এটি বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই জলপ্রপাতে উষ্ণ এবং শীতল জলের মিশ্রণে একটি শক্তিশালী স্রোত উৎপন্ন হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *