Feature

পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ট্রেন বলে কিছু নেই, কোন কোন দেশ সেগুলি

পৃথিবী এখন যোগাযোগে প্রভূত উন্নতি করেছে। তারপরেও এমন অনেক দেশ রয়েছে যেখানে ট্রেন বলে কিছু হয়না। যে তালিকায় এমনও দেশ আছে যার নাম অবাক করতে পারে।

পৃথিবীজুড়ে অধিকাংশ দেশেই রেল পরিষেবা যোগাযোগের এক অন্যতম মাধ্যম। রেল পরিষেবা ছাড়া দেশের মানুষের একদিনও চলবে না। ভারতও সেই তালিকায় পড়ে। কিন্তু এখনও এমন বেশকিছু দেশ রয়েছে যেখানে রেল পরিষেবা নেই।

সেখানে কোথাও অর্থাভাবে তৈরি হয়নি রেল পরিষেবার সুযোগ, কোথাও খারাপ আবহাওয়ার কারণে রেল চালানোর ভরসা পায়না সরকার, আবার এমনও দেশ রয়েছে যেখানে আগে রেললাইন পাতা হয়ে ট্রেন পরিষেবা শুরু হলেও তা তেমন যাত্রী টানতে পারেনি। মানুষের সেভাবে উৎসাহ দেখা যায়নি রেলে চড়ার। তাই লোকসানের কারণে সেখানেও বন্ধ হয় রেল পরিষেবা।


প্রাথমিকভাবে মনে হতেই পারে যে ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলিতে রেল পরিষেবা নাও থাকতে পারে। সেটাও যেমন সত্য তেমনই এমন দেশও রয়েছে যেখানে কেনও রেল পরিষেবা নেই সেটা যে কাউকে অবাক করতে পারে।

তালিকায় নজর দিলে দেখা যায় আইসল্যান্ডের মত দেশেও নেই রেল পরিষেবা। সেখানে প্রবল ঠান্ডায় রেল যোগাযোগ সারাবছর ঠিক রাখা মুশকিল বলে সরকার সে পথে হাঁটেনি।


আবার মাল্টা বা সাইপ্রাসের মত দেশে রেল পরিষেবা চালু হলেও যাত্রী পাওয়া যায়নি বলে তা বন্ধ হয়। তালিকায় রয়েছে ধনকুবের রাষ্ট্র কুয়েত। রয়েছে ওমান বা কাতারের মত দেশও। কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর পর্যন্ত হয়ে গেল।

এছাড়াও তালিকায় রয়েছে ভুটান, অ্যান্ডোরা, ম্যাকাও, লিবিয়া, গিনি-বিসাউ, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাইজার, পাপুয়া নিউগিনি, রোয়ান্ডা, ভানুয়াতু, টোঙ্গা, টুভালু, ত্রিনিদাদ ও টোবাগো, সান মারিনো, সুরিনাম ও সলোমন আইল্যান্ড-এর মত দেশ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button