Feature

এমন কিছু জায়গা রয়েছে যেখানে সূর্য অস্ত যায়না, কি সেই জায়গাগুলো

বিশ্বে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নিয়ম মেনে দিন রাত হয়না। বরং সেখানে সূর্য অস্ত যায়না দিনের পর দিন। সেসব জায়গা অচেনাও নয়। বরং অতি পরিচিত।

বিশ্বে এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্য অস্ত যায়না। সেখানে দিন রাতের নিয়ম চলেনা। কানাডায় নুনাভুট নামে একটি স্থান রয়েছে। যেখানে গ্রীষ্মে ২ মাস টানা সূর্যালোক থাকে। সূর্য অস্ত যায়না। আবার শীতকালে সেখানে ১ মাস অন্ধকার থাকে। সে সময় সূর্য ওঠেনা।

আবার আর্কটিক বৃত্তে থাকা নরওয়ে যাকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, সেখানে কেবল রাতেই সূর্যের আলো দেখা যায় এমনটা নয়। মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত নরওয়েতে সূর্য ডোবে না।


৭৬ দিন নরওয়েতে টানা সূর্যের আলো থাকে। সন্ধে নামে না। সালবার্দ নামে একটি স্থান রয়েছে নরওয়েতে। সেখানে আবার ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সূর্য অস্ত যায়না।

ফিনল্যান্ডে আবার টানা ৭৩ দিন সূর্য ডোবে না। সেখানে গ্রীষ্মকালের ৭৩টা দিন সন্ধে বা রাত কাকে বলে তা দেখার সুযোগ পান না বাসিন্দারা।


গ্রীষ্মে যেমন সূর্য টানা চেয়ে থাকে, তেমনই আবার এখানে শীতে টানা সূর্য ওঠেনা। তখন সারাদিনই রাত হয়ে থাকে ফিনল্যান্ডে।

সুইডেনে আবার অন্য ঘটনা ঘটে। সেখানে মে মাস থেকে অগাস্টের প্রায় শেষ পর্যন্ত মাঝরাতে সূর্য অস্ত যায়। আবার ভোর ৪টে বাজলেই সূর্য ওঠে। সামান্য সময়ের জন্য রাত নামে এখানে।

Iceland
আইসল্যান্ডে মধ্যরাতেও সূর্যের আভা, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Gilad Rom

আইসল্যান্ড আবার এমন এক জায়গা যেখানে জুন মাসে সূর্য অস্ত যায়না। আবার নরওয়ের মত এখানেও মধ্যরাতে সূর্য ওঠা দেখা যায়। কুরেরি এবং গ্রিমসে নামে ২টি স্থান রয়েছে যেখানে মধ্যরাতে সূর্য দেখতে বহু পর্যটক ভিড় জমান।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button