Sports

ক্রিকেট ভারতের খেলা নয়, কবাডিতে উৎসাহ দিন, বললেন সুশীল মোদী

ক্রিকেট ভারতের খেলা নয়। ক্রিকেট এসেছিল ইংল্যান্ড থেকে। যেসব দেশ এখন ক্রিকেট খেলে তাদের অধিকাংশই এক সময়ে ব্রিটিশ উপনিবেশ ছিল। তাই ক্রিকেট নয়। যুব সমাজকে কবাডি ও ফুটবল খেলায় উৎসাহ দিন। শুক্রবার এমনই অভিমত ব্যক্ত করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

Cricket

শুক্রবার পাটনায় ৬৪ তম জাতীয় স্কুল কবাডি প্রতিযোগিতার উদ্বোধনে আসেন সুশীল মোদী। সেখানেই তিনি দেশে ক্রিকেট ছেড়ে কবাডি ও ফুটবলে বেশি উৎসাহ দানের আহ্বান জানান। ছাত্রছাত্রীদের কবাডি খেলায় উৎসাহ দেন তিনি।

Football

সুশীল মোদী আরও বলেন, কবাডি হল শূন্য অর্থব্যয়ের খেলা। কবাডি খেলার জন্য অর্থ ব্যয় করার দরকার পড়ে না। এটা ক্রিকেটের মত নয়। ক্রিকেটকে খরচসাপেক্ষ খেলা বলে চিহ্নিত করে এদিন বারবার কবাডি ও ফুটবল খেলায় ছাত্রদের উৎসাহিত করার চেষ্টা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button