World

ভারতের সাফল্যে চিনের কপালে চিন্তার ভাঁজ

মহাকাশে কৃত্রিম উপগ্রহকে কয়েক বছর আগে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করার সাফল্য অর্জন করে চিন। সে সময়ে ভারতের মত অনেক দেশই ভাবতে শুরু করেছিল তাদের মহাকাশে সুরক্ষা নিয়ে। কারণ ভারতেরও কৃত্রিম উপগ্রহ মহাকাশে ঘুরছে। সেই আশঙ্কা তখন থাকলেও বুধবারের পর আর নেই। কারণ ভারতও এখন মহাকাশে মহাশক্তিধরের জায়গা তৈরি করে নিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ভারত তাদের এ-স্যাট ক্ষেপণাস্ত্র ছুঁড়ে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করতে সমর্থ হয়েছে। ৩ মিনিটে পুরো মিশন সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই ভারতবাসী খুশি। কিন্তু ভারতের এই সাফল্য যে চিনকে স্বস্তিতে রাখলনা তা এদিন কার্যত প্রকাশ করে ফেলল তাদের বিদেশ মন্ত্রক। চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে চিন আশা করে সব দেশ মহাকাশে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আন্তরিকভাবে সচেষ্ট হবে।

চিন, আমেরিকা ও রাশিয়ার পর মহাকাশে এখন নতুন সুপার পাওয়ারের নাম ভারত। ফলে তা যে চিনকে অস্বস্তিতে ফেলবে তা অনুমেয়। এদিন যখন গোটা ভারত দেশের সাফল্য নিয়ে আনন্দিত, তখন চিনের কপালে ভাঁজ যে পড়েছে তা এদিন নাম না করে তাদের বিদেশ মন্ত্রকের বার্তা থেকেই পরিস্কার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button