Kolkata

চিনা দ্রব্য ব্যবহার করলে পা ভেঙে দেওয়া উচিত, বললেন বিজেপি নেতা

কেউ যদি এখনও মেড ইন চায়না জিনিস ব্যবহার করেন তাহলে তাঁর পা ভেঙে দেওয়া উঠিত। এমন দাওয়াই দিয়ে নয়া বিতর্কে জড়ালেন রাজ্যের এক বিজেপি নেতা।

কলকাতা : লাদাখে চিনা আগ্রাসন ও ভারতীয় সেনার ওপর হামলার প্রতিবাদে দেশজুড়েই চিনা দ্রব্য বয়কটের দাবিতে সোচ্চার হয়েছেন অনেকে। চিনা দ্রব্য বর্জন করার ডাক দিয়েছেন তাঁরা। সকলকে তা করতে উৎসাহ দিচ্ছেন। এরমধ্যেই আরও একধাপ এগিয়ে চিনা দ্রব্য বর্জন না করলে মেরে পা ভেঙে দেওয়ার দাওয়াই দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে নয়া বিতর্ক তৈরি হয়েছে।

জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, লাদাখে যা হয়েছে তারপর কারও মেড ইন চায়না জিনিস ব্যবহার করা উচিত নয়। এরপরও যদি কাউকে চিনের জিনিস ব্যবহার করতে দেখা যায় তাহলে মেরে তাঁর পা ভেঙে দেওয়া উচিত বলে দাওয়াই দেন তিনি। সেখানেই শেষ নয়, ওই ব্যক্তির বাড়িতে ভাঙচুরের প্রস্তাবও দিয়েছেন জয়। বাড়ি ভেঙে দিতে বলেছেন তিনি।

বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। জয় জানিয়েছেন, যদি এখনও কেউ চিনা দ্রব্য বর্জন না করেন তাহলে বুঝতে হবে তিনি দেশ বিরোধী। এখনও যদি মানুষ চিনা দ্রব্য বয়কটের গুরুত্ব না বোঝেন তাহলে তাঁর কিছু বলার নেই। জয় বলেন, তাঁর কাছে চিনা দ্রব্য বর্জনই হল দেশপ্রেম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *