National

গন্তব্য তখনও দূরে, চলন্ত ট্রেনেই উঠল প্রসব যন্ত্রণা

গন্তব্যে পৌঁছতে তখনও অনেক দেরি। তার আগে ট্রেনে সফররত এক তরুণীর উঠল প্রবল প্রসব যন্ত্রণা।

ভুবনেশ্বর : সন্তানসম্ভবা তিনি ছিলেন। ওই অবস্থায় ফিরছিলেন বাড়িতে। হয়তো চেয়েছিলেন সন্তানের জন্ম বাড়িতেই হোক। কিন্তু বাড়ি থেকে অনেক দূরে থাকাকালীন চলন্ত ট্রেনেই প্রবল প্রসব যন্ত্রণা ওঠে ২৩ বছরের তরুণী পিঙ্কি ছাতারের। প্রসব যন্ত্রণার কথা তিনি জানান সকলকে। তাঁর সহযাত্রীরাই তিতলাগড় স্টেশনে ট্রেন থামতে সব কথা রেলকর্তাদের জানান।

রেলের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ট্রেনটিকে লাইন পরিবর্তন করে আনা হয় স্টেশনের অন্য লাইনে। তারপর সেখানে হাজির হন রেলের চিকিৎসক। তিনি প্রাথমিক পরীক্ষার পর দ্রুত ওই সন্তানসম্ভবাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন পিঙ্কি ছাতার।

ওই তরুণী তিরুপতি-নওয়াপারা শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। ওড়িশার বোলাঙ্গির জেলার তিতলাগড় স্টেশনের আগেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। ছটফট করতে থাকা তরুণীর পাশে দাঁড়ান সহযাত্রীরা। রেলও সময়মত ব্যবস্থা নেয়। মা ও মেয়ে ২ জনেই ভাল আছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *