National

আমেঠিতে হারের গন্ধ পেয়ে ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন রাহুল, কটাক্ষ বিজেপির

রবিবারই কংগ্রেস ঘোষণা করেছে রাহুল গান্ধী আমেঠি ছাড়াও কেরালার ওয়ানাড আসন থেকে ভোটে লড়বেন। কংগ্রেসের যুক্তি উত্তর ও দক্ষিণের মেলবন্ধনের প্রতীক হিসাবেই রাহুলের এই সিদ্ধান্ত। কিন্তু এই ঘোষণার পর যে বিজেপি চুপ থাকবে না তা রাজনৈতিক মহল আগেই বুঝতে পেরেছিল। হলও তাই। রাহুল গান্ধীর আমেঠির পাশাপাশি ওয়ানাড থেকেও লড়ার সিদ্ধান্ত ঘোষণার পরই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের একমাত্র মুসলিম মন্ত্রী মহসিন রাজা তোপ দাগেন রাহুল গান্ধীকে নিয়ে। মহসিনের দাবি, রাহুল গান্ধী আমেঠি থেকে হারের আঁচ পেয়েছেন। তাই ওয়ানাড থেকেও লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক মহলের অনুমান, আমেঠিতে প্রচারে এটা একটা বড় অস্ত্র হতে চলেছে বিজেপির। আমেঠি থেকে হারের গন্ধ পেয়ে রাহুল গান্ধী ওয়ানাড থেকেও লড়ছেন এটা বিজেপি তাদের প্রচারে বড় জায়গা দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিন মহসিন রাজা আরও খোঁচা দিয়ে বলেন, রাহুল গান্ধী আমেঠি থেকে হারবেন বুঝে কিছুটা নিশ্চিন্ত আসনে দাঁড়াতে ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন। কিন্তু রাহুলের জন্য দেশের কোনও আসনই নিরাপদ আসন নয়।

মহসিন রাজার আরও কটাক্ষ, কংগ্রেস আসন্ন নির্বাচনে হার বুঝতে পেরেছে। তাই তারা তাদের চিরাচরিত আসন ছেড়ে অন্য আসন থেকে লড়ার চেষ্টা করছে। প্রসঙ্গত ২০০৪ সাল থেকে আমেঠিতে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। আর তখন থেকেই সেখান থেকে সাংসদ হচ্ছেন তিনি। এখনও সেই জয় অব্যাহতই রয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *