Kolkata

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা

দ্বিতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত অনেকেই। যারমধ্যে বিশেষ অতিথিদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মোদীর বিরোধিতায় সবচেয়ে সরব ছিলেন মমতা, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে কী তিনি যোগ দেবেন? এ প্রশ্ন ছিল। তবে সব জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন। প্রোটোকল মেনেই তিনি সেখানে উপস্থিত থাকবেন।

৩০ মে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ। তাও আবার সন্ধে ৭টায়। ফলে ৩০ মে মমতার যে ইফতার পার্টিতে যোগদানের কথা ছিল তা আর হচ্ছে না। তা পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানে নিমন্ত্রিত ৫৪ জন বিশেষ অতিথি। যারমধ্যে বিমস্টেক দেশগুলির প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন মুখ্যমন্ত্রী নিমন্ত্রিত, তেমন বিজেপির তরফে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীদের পরিবারের লোকজনকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। এটা হয়ত মমতার কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এবার লোকসভায় ১৮টি আসন পেয়ে বিজেপি রীতিমত শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় কোনও পদক্ষেপে যে বিজেপি ত্রুটি রাখতে চাইছে না তা পরিস্কার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *