Business

সামনে ভোট, জিএসটি-তে ছোট ব্যবসায়ীদের জন্য বড় ছাড়ের ঘোষণা

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য কার্যত কল্পতরু হয়ে দেখা দিল কেন্দ্র। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের ৩২ তম বৈঠকের পর দিল্লিতে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, জিএসটি কম্পোজিশন স্কিমের আওতায় থ্রেশহোল্ড লিমিট ১ কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি করা হল। যা ২০১৯-২০ আর্থিক বছরের জন্য প্রযোজ্য হবে। ১ এপ্রিল থেকে এই নতুন থ্রেশহোল্ড লিমিট কার্যকরী হবে। যাঁরা কম্পোজিশন স্কিমের আওতাভুক্ত তাঁদের ১ শতাংশের একটি ন্যূনতম জিএসটি প্রদান করতে হবে।

দেশের বিশাল সংখ্যক ক্ষুদ্র, ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে জিএসটি কাউন্সিল স্থির করেছে এবার থেকে যাঁরা কম্পোজিশন স্কিমের আওতাভুক্ত তাঁদের বছরে একবার রিটার্ন ফাইল করলেই চলবে। তবে সেক্ষেত্রে কর প্রদানের ধরণ ত্রৈমাসিক পদ্ধতিতেই হবে। এই সুবিধাও আগামী ১ এপ্রিল থেকে ভোগ করা যাবে।

বৃহস্পতিবার আরও একটি সুবিধার কথা ঘোষণা করেন অরুণ জেটলি। যাঁরা গুডস এবং সার্ভিসেস একসঙ্গে প্রদান করে থাকেন তাঁরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভারে আগামী দিনে কম্পোজিশন স্কিমের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button