National

ভোটের আগে কেন্দ্রীয় সরকারের হোলি উপহার

Arun Jaitleyপশ্চিমবঙ্গ মাতোয়ারা দোলের উৎসবে। রাত পোহালেই হোলিতে মাততে চলেছে গোটা দেশ। এমনই এক উৎসবমুখর মুহুর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উৎসবের আনন্দ চতুর্গুণ বাড়িয়ে দিল কেন্দ্রের মহার্ঘভাতা ঘোষণা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন হোলির উপহারের মতই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৬ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে এই মহার্ঘভাতা কার্যকর হবে। সামনেই পাঁচ রাজ্যে ভোট। তার আগে এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে এদিনের ঘোষণায় কেন্দ্রীয় সরকারি  কর্মচারীদের মুখের হাসি চওড়া হলেও, দোলের দিনে মুখ শুকিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্রের এদিনের ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাঁদের মহার্ঘভাতা বা ডিএ-র ফারাক হাফ সেঞ্চুরি করল। স্বভাবতই রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাঁদের মহার্ঘভাতার এই ফারাকের বিরুদ্ধে আগামী পয়লা এপ্রিল রানি রাসমণি রোড থেকে হাজরা পর্যন্ত একটি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মী  সংগঠনগুলি। তবে এই মিছিলে তৃণমূল সংগঠন যোগ দেবেনা বলেই খবর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button