Sports

ছেলেদের সেরা অভিমন্যু, মেয়েদের দীপ্তি

ক্রিকেটে বাংলা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এখন অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন দেখছে বাংলা দল। তাঁর চওড়া ব্যাটকে ভরসা করে রনজিতে অনেকটা এগোয় বাংলা। ৬টি ম্যাচ থেকে অভিমন্যু তুলে আনেন ৮৬১ রান। সেই অভিমন্যু ঈশ্বরণকে এ বছরে বাংলার সেরা ক্রিকেটার নির্বাচিত করল সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

অভিমন্যু ঈশ্বরণের মুকুটে সেরা ক্রিকেটার হওয়ার পালকের পাশাপাশি বছরের সেরা জেন্টলম্যান ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। বাংলা ক্রিকেটের এই প্রতিভার আগামী দিনে ভারতের হয়ে খেলার সব গুণ রয়েছে বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। ভারতীয় এ দলে অবশ্য নিয়মিতই সুযোগ পাচ্ছেন অভিমন্যু। ভাল খেলছেনও। ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান রয়েছে ৩ হাজার ৭৫৪।

অভিমন্যু ছাড়াও বিভিন্ন বয়ঃসীমায় থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাদের নাম ঘোষণা করেছে সিএবি। এ বছর বাংলার সেরা বোলার হয়েছেন মুকেশ কুমার। সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন দীপ্তি শর্মা। এছাড়া জেলা ভিত্তিক ভাল খেলোয়াড়দেরও নাম ঘোষণা হয়েছে। এঁদের আগামী ৩ অগাস্ট পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button