National

ভোট দিলেন বিশ্বের ক্ষুদ্রতম মহিলা

উচ্চতা ২ ফুট ১ ইঞ্চি। উচ্চতার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ তাঁর নাম রয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম মহিলা তিনি। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা জ্যোতি আমগে। লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই ভোটদানের সুযোগ পেলেন তিনি। তাঁর যেখানে ভোটার কার্ড সেখানে প্রথম দফাতেই ভোট। ফলে বৃহস্পতিবার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বেরিয়ে পড়েন জ্যোতি।

২৫ বছরের এই তরুণী এদিন ভোটারদের লাইনে দাঁড়িয়েই ভোট দেন। পরনে ছিল লালের ওপর সাদা চেক হাতকাটা পোশাক। মুখে ছিল একরাশ হাসি। ভোট দিতে পেরে বেজায় খুশি তিনি। একহাতে কালির দাগ ও অন্যহাতে নিজের ভোটার পরিচয়পত্র ধরে পোজও দিলেন চিত্রগ্রাহকদের। নাগপুরের একটি বুথে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর জ্যোতি বলেন সকলের ভোট দেওয়া উচিত। আগে ভোট দিয়ে তারপর অন্য কাজে যাওয়া উচিত। দেশবাসীকে ভোট দানে স্বাগত জানান তিনি। জ্যোতি একজন অভিনেত্রীও। বিগ বস ৬-এ তাঁকে দেখা গেছে। মার্কিন ও ইতালির টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তাঁর একটি মোমের পুতুলও রয়েছে লোনাভালার সেলেব্রিটি ওয়াক্স মিউজিয়ামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *