National

ভোট চলাকালীন হার্ট অ্যাটাক, বুথেই মৃত ভোটকর্মী

ভোটগ্রহণ চলাকালীন বুথে থাকা ভোটকর্মীরা ব্যস্তই থাকেন। সেই ব্যস্ততার মধ্যেই অন্য ভোটকর্মীরা লক্ষ্য করেন তাঁদের মধ্যে একজন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। যা দেখে অস্বাভাবিক ঠেকে তাঁদের। দ্রুত তাঁকে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। ভোটের কাজ করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির।

রবিবার ছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ভোট। এখানে পিপরাইচ এলাকার ৩৮১ নম্বর বুথে ভোটের ডিউটি করছিলেন রাজারাম নামে ওই ব্যক্তি। তখনই তাঁর হাঁপানি শুরু হয়। চিকিৎসকদের অনুমান কাজ করাকালীনই তাঁর বড় ধরণের হার্ট অ্যাটাক হয়। ফলে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

রাজারাম রেলে কর্মরত। রেলে কর্মরত অর্থাৎ সরকারি কর্মচারি হওয়ায় তাঁর ভোটের ডিউটি পড়ে। সেই কাজেই এসেছিলেন তিনি। কিন্তু ভোটের কাজ করতে করতেই শেষ হয়ে গেল তাঁর জীবন। বাড়ি আর ফেরা হলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button