Sports

বাবা হলেন বিরাট কোহলি

প্রতীক্ষার অবসান। বাবা হলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। মা অনুষ্কার কোল আলো করে এল ফুটফুটে এক সন্তান।


মুম্বই : বিরাট কোহলি যে বাবা হতে চলেছেন সে খবর অনেক আগেই জানা ছিল সকলের। বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা নিজেরাই সে খবর প্রচারের আলোয় এনেছিলেন। বেবি বাম্প সহ ছবি প্রকাশ করেছিলেন বিরাট ও অনুষ্কা।


কালোর ওপর সাদা ডট-এর ঝলমলে পোশাকে হাসি মুখে অনুষ্কা ও তাঁর পিছনে ট্রাউজার ও টিশার্টে হাসি মুখে বিরাটের সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে।


সেই প্রথম জানা গিয়েছিল বিরাট বাবা হতে চলেছেন। বিরাট নিজেই জানিয়েছিলেন ২০২১ সালের জানুয়ারিতে তাঁরা ৩ জন হতে চলেছেন। ইন্সটাগ্রামে ছবি দেন সেলেব্রিটি দম্পতি।

তারপর আইপিএল, অস্ট্রেলিয়া সফর গেছে। বিরাট প্রথম টেস্টও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। তারপরই ছিল অনুষ্কার সন্তান প্রসবের ডেট। তাই প্রথম টেস্টের পর দেশে ফিরে আসেন বিরাট।


বিরাট সে কথা আগেই জানিয়েছিলেন বিসিসিআই-কে। মুম্বই ফেরার পর বিরাট স্ত্রীর সঙ্গেই ছিলেন। তারপর আসে সেই বহু প্রতীক্ষিত দিন। গত সোমবার বিরাট ও অনুষ্কার সংসারে এল নতুন অতিথি। মেয়ের বাবা হলেন বিরাট, মা হলেন অনুষ্কা।


সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজেই কন্যা সন্তানের জন্মের কথা জানান। সোমবার বিকেলে সন্তানের জন্ম দেন অনুষ্কা। পিতা হয়ে খুশি বিরাট সকলকে ধন্যবাদ জানান।


বিরাট আরও জানান অনুষ্কা এবং সদ্যোজাত, ২ জনেই ভাল আছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন সে কথাও অকপটেই জানিয়েছেন বিরাট। তিনি এও জানিয়েছেন যে তাঁদের এই পারিবারিক মুহুর্তের ব্যক্তিগত দিকটা সকলে মাথায় রাখবেন বলেই তিনি মনে করেন।

২০১৭ সালে অনুষ্কা ও বিরাট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইতালির টাসকানি-তে সাতপাকে বাঁধা পড়েন ২ জনে। সেই বিয়ে এক রূপকথার রূপ নেয়। একটা ছবির জন্যও পাপারাৎজিদের ভিড় জমে গিয়েছিল বাইরে।


আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। যেখানে টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ সব ফরম্যাটেই খেলা থাকছে। থাকছে ৪টি টেস্ট ম্যাচ, ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-২০ ম্যাচ। মনে করা হচ্ছে বিরাটকে ফের ভারতীয় দেল দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More