Business

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন উর্জিত প্যাটেল

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হওয়ার পর বিভিন্ন মহলে কানাঘুষো চলছিল নিজের পছন্দের লোককে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গভর্নর হওয়ার পর তাঁকে বিশেষ কথাও বলতে দেখা যেতনা। তাঁকে অরুণ জেটলির ‘ইয়েস ম্যান’ বলেও কটাক্ষ করা হয়েছিল। কিন্তু সেই উর্জিত প্যাটেল এদিন ইস্তফা দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে। সোমবার নিজের ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দেন সরকারের কাছে। তবে কোনও অভিযোগ নয়। তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে ইস্তফা দিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০১৬ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হওয়ার পর তাঁর সময়কাল আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল। কিন্তু তার আগেই ইস্তফা দিলেন উর্জিত।

কিছুদিন আগে উর্জিত প্যাটেলের সঙ্গে অর্থমন্ত্রীর বাদানুবাদ সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। তারপর থেকেই বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল উর্জিত প্যাটেলের ইস্তফা দেওয়ার সময় এসে গেছে। রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের সঙ্গে সরকারের মন কষাকষি শুরু নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই। পরে রিজার্ভ ব্যাঙ্কের কোষাগার থেকে টাকা নেওয়ার চেষ্টা মেনে নেননি উর্জিত প্যাটেল। যা নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। রিজার্ভ ব্যাঙ্কের কোষাগারে থাকা অতিরিক্ত গচ্ছিত থেকে অর্থ চেয়েছিল সরকার বলে খবর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পরই মোদী সরকারকে বিঁধতে সময় নষ্ট করেনি কংগ্রেস। ট্যুইট করে কংগ্রেস কটাক্ষ করে। এদিকে এভাবে একের পর এক ইস্তফা কিন্তু বিজেপির জন্য ক্রমশ ভয়ংকর হয়ে সামনে আসছে। যা তাদের অবশ্যই স্বস্তিতে থাকতে দেবে না। এদিন সকালে এনডিএ সহযোগী দলের মন্ত্রীর ইস্তফা। বিকেলে উর্জিত প্যাটেলের ইস্তফা। চাপ কিন্তু বাড়ছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *