Entertainment

এবার অজয় দেবগণকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

বলিউডের অন্যতম অভিনেতা তথা প্রযোজক অজয় দেবগণকে খোলাখুলি মেরুদণ্ডহীন ভণ্ড বলে দাবি করলেন টিনসেল টাউনে হ্যাশট্যাগ মিটু-র ঝড় তুলে দেওয়া অভিনেত্রী তনুশ্রী দত্ত। এখানেই থামেননি তিনি। অজয় দেবগণকে নীতিগত দিক থেকে দেউলিয়া বলেও আক্রমণ করেছেন তনুশ্রী। কিন্তু কেন? কারণ হল অজয় দেবগণের সামনের সিনেমা দে দে পেয়ার দে সিনেমায় অভিনেতা অলোক নাথকে সুযোগ দেওয়া।

অলোক নাথ বলিউডের পরিচিত মুখ। গত বছর সেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন লেখক-পরিচালক বিনীতা নন্দা। ১৯ বছর আগে একটি সিনেমায় কাজ করার সময় তাঁকে অলোক নাথ ধর্ষণ করেন বলে খোলাখুলি অভিযোগ করেন বিনীতা। সে সময়ে তনুশ্রী দত্ত হ্যাশট্যাগ মিটু-র ঝড় তুলে দিয়েছেন। ফলে বলিউডে কাস্টিং কাউচের শিকার বহু অভিনেত্রী, কলাকুশলী মুখ খুলতে থাকেন। সে সময় সাহস করে মুখ খোলেন বিনীতা। যদিও বিনীতার অভিযোগ অস্বীকার করেন অলোক নাথ।

Ajay Devgan
ফাইল : কাজল ও অজয় দেবগণ, ছবি – আইএএনএস

তখন অজয় দেবগণ বলেছিলেন, হ্যাশট্যাগ মিটু-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসবে তাঁদের সঙ্গে তিনি কাজ করবেন না। তা সত্ত্বেও তিনি অলোক নাথকে সিনেমায় সুযোগ দেওয়ায় চটে লাল তনুশ্রী। তিনি চাঁচাছোলা শব্দে এও দাবি করেছেন যে বলিউডের সকলেই চূড়ান্ত মিথ্যাবাদী। অজয় দেবগণও তার মধ্যেই পড়ছেন। কারণ তিনি কথা দিয়েও অলোক নাথকে সেই সিনেমায় সুযোগ দিয়ে বলিউডে ফেরার সুযোগ করে দিলেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button