World

প্রবল বর্ষায় বেহাল দশা, মৃত ১২


গোটা দ্বীপটার সিংহভাগ বর্ষায় নাজেহাল। বৃষ্টি শুরু হয়েছে ঠিকই, কিন্তু থামার নাম নিচ্ছেনা। শ্রীলঙ্কার এটা প্রায় প্রতি বছরের ছবি। মে মাসে শ্রীলঙ্কার দক্ষিণ ও পশ্চিম ভাগে প্রবল বৃষ্টি হয়। সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় এই সময়েই। তবে এবার যেন তার প্রাবল্য অন্যান্য বছরের চেয়ে অনেকটাই বেশি। প্রবল বর্ষণে কোথায় ধসে পড়েছে বাড়ি। কোথাও নেমেছে ধস। কোথাও কাদার স্রোত বইছে। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। ৪০ হাজার মানুষ গৃহহীন। বহু এলাকা জলের তলায় চলে গেছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়ে তুলে আনার সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে শ্রীলঙ্কার নৌসেনা। তাঁরাই বহু মানুষকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।


এদিকে বৃষ্টি কিন্তু থামার নাম নিচ্ছে না। ফলে অবস্থা আরও জটিল আকার ধারণ করবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে অনেক পাহাড়ি এলাকার মাটি আলাদা হয়ে গেছে। সেখানে যে কোনও মুহুর্তে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *