এই বিখ্যাত দেশকে ভারতের চোখের জল বলে ডাকা হয়, নামটা অতি সহজ
একটি দেশকে ভারতের চোখের জল বলে ডাকা হয়ে থাকে। দেশটি নানা দিক থেকেই বিখ্যাত। এমন নয় যে খুব অচেনা। সকলেই প্রায় দেশটির নাম জানেন।
![Sri Lanka](https://www.nilkantho.in/wp-content/uploads/2024/11/sri-lanka-1.jpg)
এর পিছনে কোনও দুঃখের কাহিনি নেই। এমন নয় যে ভারতের কোনও কষ্টের কারণ হয় এই দেশ। বরং এ দেশের সঙ্গে ভারতের যোগ আজকের নয়। সেই পুরাণ, মহাকাব্যের সময় থেকে তার সঙ্গে ভারত জুড়ে আছে।
আবার বৌদ্ধধর্মের প্রচারে ভারতের সঙ্গে জুড়ে এ দেশের নাম। দেশটি একাধারে যেমন ভারতের খুব কাছে অবস্থিত। তেমনই তার প্রাকৃতিক সৌন্দর্য। আবার এ দেশের চা-এর আলাদাই পরিচিতি রয়েছে।
এ দেশ তারপরেও ভারতের চোখের জল বা টিয়ারড্রপ অফ ইন্ডিয়া বলেই পরিচিত। আর তার একটাই কারণ। এ দেশের ভৌগলিক অবস্থান দেশটির গায়ে এমন এক তকমা সেঁটে দিয়েছে।
ভারতের দক্ষিণপ্রান্তে নজর দিলে দেশের দক্ষিণের সর্বশেষ বিন্দু থেকে কিছুটা সমুদ্র পার করলেই একটি দেশ রয়েছে। নাম শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার ভূখণ্ডটি একটি জলের ফোঁটার মত।
একটু মানচিত্রের দিকে নজর দিলেই দেখা যায় ভারতের নিচের দিকে একটি জলের বিন্দুর মত ভারত মহাসাগরের ওপর অবস্থিত শ্রীলঙ্কা দেশটি। ঠিক এই কারণেই একে ভারতের চোখের জল বা টিয়ারড্রপ অফ ইন্ডিয়া বলে ডাকা হয়।
একাধারে রামায়ণে রাবণের রাজত্ব আবার পরবর্তীতে বৌদ্ধধর্মের এক অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে শ্রীলঙ্কা। যার একসময় নাম ছিল সিলন। যা এখন শ্রীলঙ্কা বলে পরিচিত। পর্যটন মানচিত্রে শ্রীলঙ্কা পর্যটকদের এক অন্যতম পছন্দের নাম।