World

বিস্ফোরণে কেঁপে উঠল ভারতীয় রেস্তোরাঁ, রক্তাক্ত ১৫

ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় রাত সাড়ে ১০টা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রেস্তোরাঁয় বসে গল্প করতে করতে খাওয়াদাওয়া সারছিলেন কয়েকজন। রেস্তোরাঁর কর্মচারিরা যে যাঁর কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় আচমকা জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে কানাডার মিসিসাউগা শহরের ভারতীয় রেস্তোরাঁ ‘বম্বে ভেল’। ধোঁয়ায় ঢেকে যায় গোটা রেস্তোরাঁ। বিস্ফোরণের জেরে লণ্ডভণ্ড হয়ে যায় চেয়ার, টেবিল, সাজসজ্জা। খাবারের টেবিল ছেড়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে রক্তাক্ত মানুষজন। বৃহস্পতিবার রাতের এই বিস্ফোরণে গুরুতর আহত হন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের টরেন্টো ট্রমা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে কারোর মৃত্যুর খবর নেই। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

বিস্ফোরণের পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিসিসাউগা শহরকে। কে বা কারা বম্বে ভেল রেস্তোরাঁয় হামলা চালাল জানতে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে ওন্টারিও পুলিশ। ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ১০টার একটু আগে মুখ ঢেকে রেস্তোরাঁয় প্রবেশ করে ২ যুবক। তারাই রেস্তোরাঁর মধ্যে আইইডি জাতীয় পদার্থ রেখে চম্পট দেয় বলে অনুমান পুলিশের। পরে সেই বিস্ফোরক ফেটে গিয়ে রক্তাক্ত হয় রেস্তোরাঁ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে সিসিটিভি ফুটেজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে পুলিশ।


Canada

গত মাসেই টরেন্টোয় প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীর গাড়িতে পিষ্ট হয়ে মারা যান ১০ জন। সেই ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের বিস্ফোরণের কোনও যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button