কাছেই সমুদ্রের তলদেশে পাওয়া কিছু টুকরোর রক্ষণাবেক্ষণে টাকা ঢালল আমেরিকা
খুব দূরে নয়। কাছেই সমুদ্রের তলায় পড়ে আছে কিছু টুকরো। তাও বহু পুরনো। কিন্তু সেই টুকরোগুলির রক্ষণাবেক্ষণে মোটা টাকা ঢালল আমেরিকা।
কোথায় আমেরিকা আর কোথায় ভারত মহাসাগর! সেই ভারত মহাসাগরের জলের তলায় পড়ে আছে কিছু ভাঙাচোরা টুকরো। ভারতের খুব কাছেই বলা চলে।
শ্রীলঙ্কার ২ ডুবুরি সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানোর সময় তাঁদের নজরে পড়ে এই টুকরোগুলি। সন্দেহ হয় তাঁদের। তাঁরা সেগুলি ভাল করে খতিয়ে দেখে সেগুলির যথেষ্ট ছবি তুলে নিয়ে আসেন। শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরটি ভারত মহাসাগরের ওপর অবস্থিত। সেখানেই জলের তলায় ওই টুকরোর খোঁজ পান ২ ডুবুরি।
টুকরোগুলি খতিয়ে দেখার পর জানা যায় ওই কিছু টুকরো আসলে অমূল্য ধন! ভারত মহাসাগর ও এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে পুরনো জাহাজের অংশ সেগুলি। যেটি বহুকাল আগে ডুবে যায়।
সেই জাহাজের কয়েকটি ধাতব পাতের টুকরো পাওয়া যায় জলের তলায়। এছাড়া আশপাশে পাওয়া যায় মাটির পাত্র, কাচের টুকরো এবং ধাতুর তৈরি কিছু জিনিস।
প্রাচীনকালে ব্যবসার কাজে এই জাহাজটি ব্যবহার হত। শ্রীলঙ্কারই একটি গ্রামের নামে এই জাহাজের নাম ছিল গোদাওয়া জাহাজ। সেই প্রাচীন জাহাজের যে কিছু ধ্বংসাবশেষ, এখনও জলের তলায় পড়ে আছে।
তা যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় এবং তা নিয়ে তথ্য ভিত্তিক কাজ এগোতে পারে সেজন্য আমেরিকা শ্রীলঙ্কার সংস্কৃতি মন্ত্রককে মোটা অর্থ দান করেছে।
ভারতীয় মুদ্রায় ৬৮ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। শ্রীলঙ্কা সরকারকেও এটি রক্ষণাবেক্ষণে জোর দিতে অনুরোধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা