Festive Mood

সরস্বতী পুজোয় শুধু হলুদ ফুলের রমরমা, পিছনে রয়েছে বিশেষ কারণ

সরস্বতী পুজো মানেই তো হলুদ গাঁদা সহ নানা ফুলের সাজ। সরস্বতী পুজোয় হলুদ ফুলেরই এত প্রাধান্যের পিছনে রয়েছে বিশেষ কারণ।

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে চলেছে গোটা বাংলা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এ পুজো সকলের হলেও সরস্বতী পুজোয় সবচেয়ে বেশি যোগদান হয় ছাত্রছাত্রীদের। এ যেন তাদের পুজো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী আরাধনা শুরু হয়ে যায় সকাল থেকেই।

যে কোনও পুজোতেই ফুল অত্যাবশ্যক। ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। সরস্বতী পুজোয় কিন্তু একটি বিশেষ রংয়ের ফুলই প্রাধান্য পায়। হলুদ রংয়ের ফুলে ভরে থাকে পুজোর সাজ থেকে পুজোর সাজি। হলুদ গাঁদাই সবচেয়ে বেশি প্রাধান্য পায় এ পুজোয়। কিন্তু হলুদ ফুলই কেন? কেন সব রংয়ের ফুল সমান প্রাধান্য পায়না?


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রংয়ের একটা বিশেষ যোগ রয়েছে। আর সেজন্যই এ পুজোয় হলুদ ফুলের এত রমরমা। মনে করা হয় সরস্বতী পুজো দিয়েই বাংলায় শুরু হয় বসন্তকাল।

বসন্তকালের আগমন নিশ্চিত করে সরস্বতী পুজো। প্রকৃতির অপার দান ও ফসল তোলার এই সময়কে প্রতীকী অর্থে হলুদের উজ্জ্বলতা দিয়ে প্রকাশ করা হয়।

বসন্তের আগমনকে হলুদ দিয়ে প্রকাশ করা হয়। তাই হলুদ ফুলে বসন্তপঞ্চমী ভরে ওঠে। শুধু ফুলই কেন, হলুদ পোশাকও সরস্বতী পুজোর অন্যতম আকর্ষণ। যাকে বাসন্তী রংও বলা হয়ে থাকে।

আবার সরস্বতী পুজোর খাওয়াদাওয়াতেও হলুদের ছোঁয়া থাকে। যেমন খিচুড়ি, বাসন্তী পোলাও, হলুদ রংয়ের মিষ্টিও প্রাধান্য পায় এই পুজোয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *